শিলিগুড়ি, ০৯ জানুয়ারি (হি.স): অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, মৃত ব্যক্তির পোষ্যদের স্থায়ী বা অস্থায়ী রূপে নিয়োগ, শূন্যপদে কর্মী নিয়োগ সহ ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যকে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি অনুমোদিত শিলিগুড়ি পুর কর্মচারী সমিতি| সমিতির সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ এবং প্রবীণ তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে এসে মেয়রকে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা| পরে সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ অভিযোগ করেন, মেয়র ক্ষমতার অপব্যবহার করে স্নেহভাজন কর্মীদেরকে বেতন বৃদ্ধি করছে| একইসঙ্গে মৃত ব্যক্তিদের পোষ্যদের অস্থায়ী রূপে নিয়োগ না করে প্রায় তিন শতাধিক কর্মী নিয়োগ করেছেন মেয়র| মেয়রকে বারংবার বলা হলেও উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন| এই জানুয়ারি মাস থেকেই এম এম আই সি ও বি ও সি-তে যদি বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত না হয় তবে আমরা গণতান্ত্রিক আন্দোলন নামব|
2017-01-09