হায়দরাবাদ, ৯ জানুয়ারি (হি.স.) : ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হায়দরাবাদেই | গুজব উড়িয়ে জানালেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কে জন মনোজ | আগাী মাসের এই ম্যাচ আয়োজন না করার গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমরা কোনওদিনই টেস্ট ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আপত্তি জানাইনি| আমরা ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি| তা সত্ত্বেও কেন এই গুজব রটে গেল সেটা ৱুঝতে পারছি না|
এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ| ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ| কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটির সুপারিশ কার্যকর হওয়া এবং বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপসারিত হওয়ায় রাজ্য সংস্থাগুলিও সমস্যায় পড়েছে|
তবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দাবি, তাঁদের হাতে টেস্ট আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ আছে| ফলে কোনও সমস্যা হবে না| মনোজ আরও বলেছেন, বাংলাদেশ দল টেস্ট ম্যাচের এক সপ্তাহ আগেই হায়দরাবাদে চলে আসতে চাইছে| তারা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে চায়| সেটার জন্যও পর্যাপ্ত অর্থ আছে তাঁদের হাতে| ফলে কোনও সমস্যা নেই|