ফের বাইক চুরি আগরতলা শহরে

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ৮ জানুয়ারি৷৷  রবিবার সন্ধ্যা রাতে রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর সুপারীবাগান এলাকা থেকে একটি বাইক চুরি হয়েছে গেছে৷ বাইকটি নম্বর টিআর০১ এন ৮২০৪৷ এটি পালসার বাইক৷ বাইকের মালিকের নাম মলয় দেববর্মা৷  সে  একজন ছাত্র৷ এব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে৷  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাইক উদ্ধার করতে পারেনি৷  সন্ধ্যা রাতে বাইক চুরির ঘটনায় জনমতে  তীব ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *