নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ফিফার বর্ষসেরা একাদশে নেই বার্সেেলানার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার | নেইমার ছাড়াও আরো দুই হাই-প্রোফাইল খেলোয়াড় পল পগবা ও জিয়ানলুইজ ৱুফনও নাকি ২০১৬ সালের সেরা টিমে সুযোগ পাননি| এমনই খবর প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম|
প্রসঙ্গত, বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের প্রতিনিধি সংগঠন ফিফপ্রো (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস)| ৬৯টি দেশের মোট ২৬ হাজার ৫১৬ জন খেলোয়াড় ফিফা ফিফপ্রো একাদশের জন্য ভোট দিয়েছেন| যা গত বছরের রেকর্ড ২৬ হাজার ৫৩০ ভোট থেকে মাত্র ১৪টি কম| ২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়ে আসছে| টিমের লাইনআপ সাজানো হয় ৪-৩-৩ ফর্মেশনে| সেরা একাদশ বাছাইয়ের জন্য গত ডিসেম্বরে ৫৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়| যেখানে পাঁচজন গোলরক্ষক, ২০ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার ও ১৫ জন ফরোয়ার্ডকে মনোনীত করা হয়| সেই বাছাই পর্বেই বাদ পড়েছেন এই তিনমূর্তি|
বার্সার হয়ে ঘরোয়া লা লিগা ও কোপা দেল রে ও ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিেক সোনা এনে দেন নেইমার| এতোসবের পরেও সেরা তিন ফরোয়ার্ডের মধ্যে ঠাঁই পাননি নেইমার | এদিকে, গত বছর রেকর্ড ট্রান্সফার ফিতে (১১০ মিলিয়ন ইউরো) জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন পগবা| ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার| কিন্তু, গোল সূত্র বলছে মাত্র দুই ভোটের ব্যবধানে একাদশের বাইরে পগবা|
ৱুফনেরও ২০১৬ সালটা অসাধারণ কেটেছে| কিন্তু একাদশে জায়গা করে নিতে পারেননি ৩৮ বছর বয়সী বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গোলরক্ষক| জানা যায়, তিনি বিশ্বের দ্বিতীয় গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন |