নিজস্ব প্রতিনিধি আগরতলা, ৮ জানুয়ারি৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের আর কে ইন্সটিটিউটের পুরনো গাছ কাটাকে কেন্দ্র করে ক্ষোভ চরম আকার ধারণ করেছে৷ এলাকার মানুষজন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন৷ আপত্তি উপেক্ষা করেও বহু পুরনো গাছ কেটে ফেলায় এলাকার লোকজন কৈলাসহর এসডিএমের বাসভবন ঘেরাও করেন৷ এই আন্দোলনে বিজেপি সামিল হয়৷ অভিযোগ রাজন্য আমলের গাছগুলি কেটে এলাকার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে৷ এসব গাছ না কাটার জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন৷ প্রসঙ্গত, যেখানে শহর ক্রমশ দূষণের শিকার হচ্ছে, সেই জায়গায় এই ধরনের নির্বিচারে গাছ নিধন সংকটের আহ্বান৷
2017-01-09