নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুর ব্লকের আর এস পাড়া এডিসি ভিলেজের গয়াংফা এলাকায় তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে৷ বর্তমানে ঐ এলাকায় প্রায় ৫০ এর অধিক উপজাতিদের বসবাস৷ প্রত্যেকটি পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবিকা উপার্জন করে থাকে৷বর্তমানে এই শুখা মরশুমে তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে৷ যদিও প্রশাসনের উদ্যোগে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্যে পাইপ লাইনের ব্যবস্থা থাকলে জলের টেপটি দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল আসে না৷ ফলে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় বলে গিরিবাসীরা জানান৷ এই এলাকাতেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে৷ জলের অভাবে প্রতিদিন মিড ডে মিল শিশুদের মধ্যে সরবরাহ করতে ব্যাহত হচ্ছে৷
2017-01-09