নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, এলাকায় উত্তেজনা

bomb-blast হাওড়া, ৯ জানুয়ারি (হি.স.) : সোমবার সালকিয়ায় একটি নির্মীয়মাণ বাড়ি থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ| এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সীতানাথ বোস লেনের ভলিবল মাঠের ধারে ওই নির্মীয়মাণ বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ| নির্মীয়মাণ বাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়| এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়| ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে পুলিশ| কে বা কারা এই বোমাগুলি এখানে মজুত রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *