দেশের নিরাপত্তাকে ঢেলে সাজাতে আরও ৩৫ হাজার সেনা জওয়ান সিআইএসএফ-এ

cisf-recruitment-2014-15নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া উদ্যোগ| সিআইএসএফে যোগ দিচ্ছে আরও ৩৫ হাজার সেনা জওয়ান| এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এই নিয়োগের ফলে সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ)-র সংখ্যা বেড়ে হল ১.৮ লক্ষ|

সোমবার সিআইএসএফের ইস্টার্ন সেক্টরের হেডকোয়ার্টার উদ্বোধনে এসে তিনি বলেন, সিআইএসএফের বহুমুখী ভূমিকা রয়েছে| এর আগে শিল্পাঞ্চল পাহারা দিতে মোতায়েন করা হত| কিন্তু বর্তমানে তাঁদের কাজের পরিসর বেড়েছে| এই বাহিনীকে বর্তমানে মোতায়েন করা হয় মাও অধু্যষিত এলাকায়, বন্দরে, এয়ারপোর্টে, নিউক্লিয়ার সেন্টারেও| তিনি আরও বলেন, আধা সামরিক বাহিনীর মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে সিআইএসএফের|

এদিন রাজনাথ বলেন, ভারত হল অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল দেশ| আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় স্থানে এসে পৌঁছবে ভারত| ইতিমধ্যেই অর্থনীতিতে প্রথম দশে রয়েছে এই দেশ| বর্তমানে দুই ট্রিলিয়ন ডলারে রয়েছে| দ্রুত বৃদ্ধি হয়ে চার ট্রিলিয়ন ডলারে পৌঁছবে| তাঁর কথায়, অর্থনীতি যত এগোবে তত শত্রুদের নজর পড়বে ভারতে|  তাই নিরাপত্তাবাহিনীর উন্নয়ন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *