শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): অবশেষে মিলল স্বস্তি| কারণ, টানা তিন দিন পর সোমবার সকাল থেকে খুলে দেওয়া হল শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| ট্রাফিক বিভাগের এক কর্তা জানিয়েছেন, রাস্তা থেকে বরফ পরিষ্কার করে দেওয়ার পর সোমবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| গত শুক্রবার প্রবল তুষারপাত হয় কাশ্মীর উপত্যকায়| তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক|
জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন| তিন দিন পর সোমবার সকাল থেকে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক খুলে যাওয়ায় দুর্ভোগ শেষ হল|