কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : চোর টাকা চুরি করে যখন ধরা পড়ে, তার জন্য আন্দোলন হয় | রাস্তায় বের হয় তার দল | সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে এবার এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় |
তিনি অভিযোগ করেন, ধূলাগড়ে লুঠপাঠ, গন্ডগোল হলে, সেখানে কিছু হয়নি বলে মন্তব্য করা হয় | শুধু তাই নয়, সেটাকে মিডিয়ার সাজানো ঘটনা বলেও উল্লেখ করা হয় | তাই মানুষ ৱুঝতে পারছেন, কোথায় কি হচ্ছে, আর কী না হচ্ছে | তাঁর বক্তব্য, চোরেদের ছাড়ানোর জন্য আন্দোলন হয়| তবে এইভাবে সাধারণ মানুষকে শাসকদল আর বেশিদিন বোকা বানাতে পারবে না| তাঁর কথায়, চোর ধরা পড়লে তাঁকে ছাড়ানোর জন্য রাস্তায় নেমে পড়ে দল| আমাদের রাজ্যে এটা সম্ভব| তৃণমূলের এই আন্দোলনে লাভ হবে না| বরং চাপ আরও বাড়বে|
নোট বাতিলের বিরোধিতা করায়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি | তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতেই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল| কিন্তু, তৃণমূলের সমস্ত অভিযোগকে নস্যাত করে এবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়|
দলীয় সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে অভিযান চালিয়েছে তৃণমূল কংগ্রেস | বিজেপি-র সামনে বিক্ষোভ, দফতর ঘেরাও করেছে তারা| সেই প্রসঙ্গে এই তারকা নেত্রী কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের| বলেন, এইসব করে দেশের আইন ও সংবিধানকে অপমান করছে তৃণমূল কংগ্রেস| তাদের অবিলম্বে এই সব থেকে সরে আসা উচিত| না হলে মানুষ আর ক্ষমা করবে না|