শিলিগুড়ি, ০৯ জানুয়ারি (হি.স): গত ১১-১৪ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মার্শাল আর্টস গেমস-২০১৬ প্রতিযোগিতায় শিলিগুড়ির কৃতীদের সন্তানকে সংবর্ধনা জানানো হল সোমবার| বিজয়ীদের ট্র্যাকশু্যট, নগদ ১ হাজার টাকা এবং ফুলের স্তবক দিয়ে সম্মান জানানো হয়| ৬৫ কেজি বিভাগে সোনা পদক জয়ী কৃতি সুব্বা, ৪১ কেজি বিভাগে সোনা বিজয়ী আয়ুষি জয়সওয়াল এবং ৫৫ কেজি বিভাগে সোনার পদক পাওয়া শচীন তামাং, ৪০ এবং ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী রোহিত রায় এবং শিবা গুরুংকে সংবর্ধনা জানানো হয়| একইসঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিষেক সিংহ-কেও সংবর্ধিত করা হয়| এদিন স্কুল গেমস অ্যান্ড ক্রীড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য এগুলি কৃতীদের হাতে তুলে দেন|
2017-01-09