BRAKING NEWS

গোটা এশিয়ার বিকাশে উত্তর-পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, প্রবাসী ভারতীয় সম্মেলনে মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু, ০৮ জানুয়ারি, (হি.স.) : গোটা এশিয়ার উন্নয়নে অসম তথা উত্তর-পূর্বাঞ্চল এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিকাশের ক্ষেত্রে এই অঞ্চল হয়ে উঠতে পারে কেন্দ্রবিন্দু। তাই অসমের উদ্যোগ বিকাশে প্রবাসী ভারতীয়দের সমভাগী হওয়ার আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। প্রবাসী ভারতীয় দিবসে বেঙ্গালুরুতে রবিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেক্ষাপটে এভাবেই বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী সনোয়াল। তিনি বলেন, ভারতের বিকাশ ঘটাতে হলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। এবং তা সফল হবে একমাত্র উত্তর-পূর্বাঞ্চলের মাধ্যমে।

অসমের পরিকাঠামো-সহ জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসন, সামাজিক নিরাপত্তা, সামাজিক কল্যাণ ইত্যাদি প্রায় সব ক্ষেত্রে পরিবর্তনের সূচনা হচ্ছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সমঝোতা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি দৃঢ় করতে খুব শীঘ্র অসমে এক অ্যাক্ট-ইস্ট বিভাগ চালু করা হবে। আঞ্চলিক আর্থিক সহযোগিতার ক্ষেত্রে রাজ্যের অবস্থান বেশ মজবুত বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে দেশি ও বিদেশি বণিকদের অন্যতম পছন্দের অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অসম। রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও কৌশলী মানবসম্পদ এক প্রতিশ্রুতি-সম্পন্ন বাণিজ্যিক বাতাবরণ গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মনে করেন সনোয়াল।

অসমে সৌহার্দপূর্ণ বিনিয়োগের কথা বলতে গিয়ে তিনি জানান, ইস্ট-ওয়েস্ট করিডোর, রেল এবং বিমান পরিষেবার মাধ্যমে অসম আজ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়েছে। গোটা দেশের মধ্যে অসমে বিমানবন্দরের ঘনত্ব সর্বাধিক বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্রহ্মপুত্র নদীপথে কলকাতা ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে। তাছাড়া, প্রস্তাবিত ট্রান্স আসিয়ান রেলওয়ে এবং ট্রান্স আসিয়ান হাইওয়ের মাধ্যমে বিমস্টেক ও আসিয়ান দেশগুলির সঙ্গে অসমের যোগাযাগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে মনে করেন তিনি।

অসমের উজ্জীবিত শিল্পক্ষেত্রের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এ মুহূর্তে ৭০টি ঔদ্যোগিক পরিকাঠামো রয়েছে। তাছাড়া পণ্যসামগ্রী ও সেবা আইন কর বলবৎকারী হিসেবে অসমই দেশের প্রথম রাজ্য। কেবল তা-ই নয়, অসমে নতুন সরকার তাদের প্রথম অধিবেশনেই ইজ অব ডুইং বিজনেস আইন লাগু করেছে এবং সিঙ্গল উইন্ডো অপারেশনের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাণিজ্যেক অনুমতি-সহ আরও অতি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করেছে বলেও প্রবাসী ভারতীয় সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী।

সম্মেলনে প্রবাসীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, অসমের ঔদ্যোগিক পরিবেশ খুবই অনুকূল, উৎসাহব্যঞ্জক। রাজ্যে পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যালস, সার, বস্ত্রশিল্প, সিমেন্ট, কাগজকল ইত্যাদি বিভিন্ন শিল্প বিভিন্ন শিল্পপতিরা চালাচ্ছেন বলে জানান তিনি। অসমে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র তৈরি করতে রাজ্য সরকারের ইচ্ছার কথাও শুনিয়েছেন সর্বানন্দ। অসমে বাণিজ্য বাড়ানোর উৎসাহ জোগাতে কেন্দ্রীয় সরকার যে আবগারি ও আয়করে শুল্ক রেহাই-সহ টার্ম লোনে ইনস্যুরেন্স ও সুদে রেহাই, সেবা কর ও ভ্যাট-এ রেহাই দিয়েছে তারও বর্ণনা করেছেন সনোয়াল। প্রবাসী ভারতীয়রা অসমে যাতে বিনিয়োগ করেন সে জন্য যাবতীয় তথ্য বিশ্লেষণ করে বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। জানিয়েছেন অসমের উর্বর জৈব-বৈচিত্রের কথাও।

আজকের প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক ও পুদুচেরির মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এমজে আকবর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *