লখনউ, ৮ জানুয়ারি (হি.স.) : মর্মান্তিক এই দুর্ঘটনা উত্তরপ্রদেশে । দ্রুতগতির চারচাকা গাড়ি পিষে দিল নাইট শেল্টারে শুয়ে থাকা চারজনকে । শনিবার গভীররাতে এই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে লখনউের দালিবাগে এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছ’জন মানুষ। তাঁদের লখনউের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।ওই গাড়িটিতে থাকা পাঁচজনের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ বাকি তিনজন। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তখন ২ টো । ওই নাইট শেল্টারটিতে তখন ৩৫ জন শ্রমিক শুয়ে ঘুমোচ্ছিলেন। আচমকা গাড়িটি দ্রুতগতিতে এসে ঢুকে পড়ে ওখানে। নিমেষে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। আর চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে প্রথমে হকচকিয়ে যান ওখানে শুয়ে থাকা বাকিরা। তবে এই সুযোগে গাড়িটির যাত্রীরা পালানোর চেষ্টা করতেই তাঁদের আটকে রেখে পুলিশ খবর দেওয়া হয়।
মৃত ব্যক্তিরা বারাইচে জেলার বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা গেছে যে ধৃত দু’জনের একটি স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে ও অন্যজনের বাবা একজন ব্যবসায়ী। আর ওই দুর্ঘটনা ঘটানোর সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।-