কদমতলায় কংগ্রেসের কয়েকজন নেতার পদত্যাগ

incনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ জানুয়ারি৷৷ ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল তথা জাতীয় কংগ্রেস  দল সারা রাজ্যে সাইনবোর্ড  সর্বস্ব হয়ে পড়ে রয়েছে৷ একমাত্র প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা ও উনার অনুগামী ছাড়া রাজ্যব্যাপী তাদের সাইনবোর্ড লক্ষ্য করা যায়৷  রাজ্যের এই চরম বে হাল ও দুর্দিনের সময় ৫৪ নং কদমতলা কেন্দ্রে কংগ্রেস নেতা আব্দুল  বাচিদ চৌধুরী ও মানিকলাল দাসরা৷  বর্তমানে রাজ্য সভাপতির বিভিন্ন দলবিরোধী নীতির কারণে  আজ সাংবাদিকদের সামনে দল ও পদ থেকে ইস্তফা প্রদান করেন৷ দলের গুরুত্বপূর্ণ পদগুলিতে থাকা নেতারা  হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আব্দুল বাচি, কদমতলা ব্লক   সভাপতি মানিক লাল দাস, কদমতলা ব্লক কংগ্রেসের  সেবাদলের মুখ্য অর্গানাইজার সমরেন্দ্র নাথ, ব্লক ইন্টার প্রশাসনিক প্রেসিডেন্ট  আব্দুল রব এবং ব্লক কমিটির সদ্যস নাজিমূল হক প্রমুখরা৷  আব্দুল বাচিদ জানান, ছাত্রজীবন  থেকে একটানা ৩৫ বছর জাতীয় কংগ্রেস দলের হয়ে কাজ করে যায়৷  কিন্তু  বর্তমানে রাজ্য সভাপতির দলবিরোধী কাজ ও নীতির কারণে দল ছাড়তে বাধ্য  হলাম৷ এবং সাংবাদিকদের অন্য প্রশ্ণের উত্তরে জানান, আগামী ৯ জানুয়ারি তিনি প্রায়১৫০০ ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেবেন৷ সেখানে তৃণমূলের রাজ্য সভাপতির হাত থেকে ঘাসফুলের পতাকা গ্রহণ করে দলে যোগ দেবেন৷ আজকের এই কংগ্রেসী নেতা ও  সহস্রাধিক ভোটারদের দল ত্যাগ করায় কার্যত বলা যেতে পারে ৫৪নং কদমতলা কেন্দ্রে কংগ্রেস ডুমুরের ফল হয়ে গেছে৷ আগেই দলত্যাগ করে  হাজার হাজার সমর্থক  তৃণমূল ও বিজেপিতে যোগ দিয়েছে৷ তাতেই কোমড় ভেঙ্গে  পড়ে যায় কংগ্রেসের৷ তার মধ্যে দেড় সহস্রাধিক সমর্থক নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *