সিডনি, ৭ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে এবার হোয়াইটওয়াশ হল পাকিস্তান| ইউনিস খানের ব্যাটও হোয়াইটওয়াশ আটকাতে পারল না| ২২০ রানে সিডনি টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে (৩-০) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া|
প্রথম ইনিংসে ইউনিসের ব্যাটেই অবশ্য ইনিংসে হার থেকে বাঁচে পাকিস্তান| ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ পাক ব্যাটসম্যান| সেই সঙ্গে ৩৪টি টেস্ট সেঞ্চুরি করে সুনীল গাভাস্করকে ধরে ফেলেন ইউনিস| এরপরও অবশ্য হোয়াইটওয়াশ আটকাতে পারল না মিসবা অ্যান্ড কোং| ৪৬৫ রান তাড়া করতে গিয়ে অজি বোলিংয়ে বিরুদ্ধে ২৪৪ রানে গুটিয়ে যায় পাক ইনিংস| প্রথম ইনিংসের নায়ক ইউনিস মাত্র ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন| একজনই হাফ সেঞ্চুরির গণ্ডি টপকান| দলের উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৭০ বলে ৭২ রানের ইনিংস খেলেন| অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ও কেফি তিনটি করে উইকেট শিকার করেন| সিরিজের সেরা অজি অধিনায়ক স্টিভ স্মিথ| আর ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার|
2017-01-07