শান্তি আলোচনায় বসবেন আলফা-স্বাধীনপ্রধান পরেশ : অনুপ

anup-chetiaগুয়াহাটি, ০৫ জানুয়ারি, (হি.স.) : আলোচনার জন্য মন গলতে শুরু করেছে আলফা (স্বাধীন)-প্রধান পরেশ বরুয়ার| এই তথ্য দিয়েছেন তাঁর এককালের সতীর্থ তথা আলফা-সচিব অনুপ চেতিয়া| পরেশের মতিগতি সম্পর্কে এই প্রথম মুখ খুলেছেন আলোচনাপন্থী অনুপ চেতিয়া| আজ বৃহস্পতিবার তিনি জানান, শান্তি আলোচনার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আসতে আলফা (স্বাধীন)-প্রধান আজকাল ঘন ঘন যোগাযোগ রাখছেন|অনুপ জানান, আলফা (মূল) সভাপতি অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে যে ত্রিস্তরীয় শান্তি আলোচনা প্রক্রিয়া চলছে তাতে পরেশ বরুয়া শামিল হলে এর গতি পরিবর্তন হয়ে যাবে| আসলে পরেশ ছাড়া শান্তি আলোচনা পূর্ণ হবে না বলে মনে করেন অনুপ| গোপন স্থানে অবস্থানরত পরেশ বরুয়াকে শান্তি আলোচনায় তাঁদের সঙ্গে শামিল হতে বার বার আহ্বান জানাচ্ছিলেন অনুপ চেতিয়া| কিন্তু বার বারই পরেশ তা প্রত্যাখ্যান করেছেন| কিন্তু সম্প্রতি তিনি শান্তি আলোচনায় বসতে পারেন বলে কিঞ্চি ইঙ্গিত দিয়েছেন বলে জানান চেতিয়া|অনুপ বলেন, আলোচনা প্ৰসঙ্গে আমাদের যুক্তি, সিদ্ধান্ত, পরামর্শ ইত্যাদি ইতিবাচক দৃষ্টিতেই এতদিন ধরে শুনেছেন পরেশ| তবে এ-ব্যাপারে তাঁকে আরও বুঝাতে এবং আলোচনার ব্যাপারে তাঁর চূড়ান্ত অবস্থান জানতে সামনা-সামনি বসতে হবে| আমি আশাবাদী, পরেশ বরুয়া এবার আলোচনার টেবিলে বসবেন| বলেন এককালের দুর্ধর্ষ উগ্রপন্থী আলফা-সচিব অনুপ চেতিয়া|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *