পুলিশ সপ্তাহ উদ্যাপনের মাঝেই পৃথক স্থানে যান সন্ত্রাস, আমতলিতে ট্রাক পিষে মারল দুই সুকটি আরোহীকে, বাগমায় গাড়ি খাদে, আহত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ৫ জানুয়ারি৷৷ পুলিশ সপ্তাহ উদযাপনের মাঝেই রাজ্যের রাজপথ আবারও রক্তাক্ত

বৃহস্পতিবার আমতলীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সুকটি(বায়ে) এবং বাগমায় খাদে গাড়ি(ডানে)৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আমতলীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সুকটি(বায়ে) এবং বাগমায় খাদে গাড়ি(ডানে)৷ নিজস্ব ছবি৷

হয়েছে৷ বৃহস্পতিবার তরতাজা দুই যুবক যান সন্ত্রাসের বলি হয়েছেন৷ অন্যদিকে, বাগমায় গাড়ি খাঁদে পড়ে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, গাড়ির মালিক গাড়িটি চালাচ্ছিলেন৷ তিনি মদমত্ত অবস্থায় ছিলেন৷ এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ পুলিশ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের উদ্যোগে প্রয়াস বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ যার লক্ষ্য জনগণকে বিভিন্নভাবে সচেতন করে তোলা৷ এরই মাঝে যান সন্ত্রাস রাজ্য পুলিশকে কালিমালিপ্ত করেছে বলেই মনে করা হচ্ছে৷
বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ আমতলী বাইপাসে দ্রুতগামী একটি ট্রাক একটি সুকটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটির চালক ও আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, টিআর০১-বি-১৯১৬ নম্বরের একটি ট্রাক বিশালগড়ের দিকে যাওয়ার পথে আমতলী বাইপাসে টিআর০৭-৯৪৬০ নম্বরের একটি সুকটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটির চালক দেবাশিষ দেববর্মা(২২) এবং আরোহী গাঙ্গুলি দেববর্মা গুরুতর আহত হন৷ তাদেরকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷ আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও সুকটি আটক করেছেন৷ চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ দুর্ঘটনার একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে৷
এদিকে, বুধবার আনুমানিক রাত নয়টায় উদয়পুর টেপানিয়া নিজ বাড়ি থেকে আগরতলা আসার পথে ইকো টিআর০১বি ২৬৪১ নম্বরের গাড়িটি বাগমা বারভাঁইয়া ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকায় গভীর খাদে পড়ে গুরুতর জখম হন গাড়ির মালিক কৃষ্ণ দেবনাথ৷ বাড়ি টেপানিয়ায়৷ সূত্রের খবর উনি মদমত্ত অবস্থায় গাড়ি নিয়ে আগরতলা যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোমতী জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা৷ দ্রুত চালককে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে চালক কৃষ্ণ দেবনাথকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ যদিও অন্য দুজন যাত্রী অল্প বিস্তর জখম হয়েছে৷ পুলিশ এই দুর্ঘটনায় একটা মামলা রুজু করেছেন উদয়পুর আর কে পুর থানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *