জিবিতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা টিএসআর জওয়ানের

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ হাসপাতালেও রেহাই নেই মহিলাদের ইজ্জত৷ জি বি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক টিএসআর জওয়ান অন্য এক রোগীর নিকটাত্মীয় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাত তিনটা নাগাদ৷ জানা গিয়েছে, শঙ্কর দেবনাথ নামে ঐ টিএসআর জওয়ান সাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পায়৷ তাকে জিবির এমএস-১ এ ভর্তি করানো হয়৷ রাতে সে হাসপাতালের তিনতলায় গিয়ে ঘুমিয়ে থাকা এক মহিলাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে৷ লোকজন তাকে গণধোলাই দিয়ে বেসরকারী নিরাপত্তা রক্ষীর হাতে দিয়ে দেয়৷ সে সেখান থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *