প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজ্যের প্রত্যেক জেলায় কংগ্রেসের বিক্ষোভ ৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ বিমুদ্রাকারণ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেস

সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ ছবি নিজস্ব৷
সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ ছবি নিজস্ব৷

আগামী ৫ জানুয়ারী রাজ্যের সমস্ত জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করবে৷ তাছাড়া, আগামী ৮ জানুয়ারী প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বে মহিলারা হাতে থালা নিয়ে আরবিআই এবং সারা রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ তিনি আরো জানান, ৫ ও ৮ জানুয়ারী কর্মসূচী পালন করার পর শুরু হবে গ্রাম অভিযান৷ যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করছেন ততদিন প্রদেশ কংগ্রেসের তরফে এধরনের আন্দোলন কর্মসূচী চলবে বলে পিযুষবাবু জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, কালো টাকা উদ্ধার কিংবা দূর্নীতি দমন নয়, সপ্তম বেতন কমিশনের ঘোষণা অনুসারে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনার্সদের বেতনভাতা মিটিয়ে দিতে ভাড়ারে টান পড়েছে৷ সরকারের কোষাগারে যে পরিমান অর্থ রয়েছে তাতে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতনভাতা মিটিয়ে দেওয়া সম্ভব নয়৷ তাছাড়া, আদানি-আম্বানিদের প্রচুর টাকা ঋণ মুকুব করে দিয়ে সরকারের কোষাগার অনেকটাই ফাঁকা৷ উপরন্তু, সামনেই বাজেট৷ এরই মধ্যে কোষাগার ফাঁকা মানেই বিরাট বিপদ৷ সমস্ত দিক ভেবেই জনগণের টাকা ব্যাঙ্কে একত্রিত করার ফন্দি এঁটেছেন প্রধানমন্ত্রী৷ পিযুষবাবু বলেন, ৮ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ১৬ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে৷ এর মধ্যে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে মোট জমা পড়েছে ১৪ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা৷ এখন টাকা তুলার উর্দ্ধসীমা ধার্য করে দিয়ে জনগণের সমস্ত টাকা আটকে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেউ টাকা তুলতে না পারলে সেই টাকা দিয়েই আপাতত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেন কর্মচারী ও পেনশনার্সদের চাহিদা পূরণ করা হবে৷
পিযুষবাবু আরো বলেন, ৮ নভেম্বরের পর কত নগদ টাকা ব্যাঙ্কে জমা পড়েছে এবং কালো টাকা কিপরিমান উদ্ধার হয়েছে সমস্ত কিছু জানাতে হবে প্রধানমন্ত্রীকে৷ পিযুষবাবুর দাবি, কালো টাকা কখনোই নগদে থাকে না৷ সেটা হয়তো, ব্যাঙ্কে, নয় স্বর্ণালঙ্কার রূপে অথবা জায়গা-সম্পত্তির মাধ্যমে লুকিয়ে রাখা হয়৷ এদিন তিনি বলেন, কংগ্রেস সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রীর কাছে পাঁচটি প্রশ্ণ রেখেছেন যার উত্তর এখনো মিলেনি৷ তাই, সমস্ত প্রশ্ণের উত্তর এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত প্রদেশ কংগ্রেস লাগাতর আন্দোলন জারি রাখবে৷
প্রসঙ্গত, একই ইস্যুতে খোয়াই, চড়িলাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচী ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *