নয়া মুদ্রানীতি সামাল দিতে পারছেন না মোদী : আজমল

badruddin-ajmalগুয়াহাটি, ০২ জানুয়ারি, (হি.স.) : নয়া মুদ্ৰানীতি চালু করে এখন তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্তব্য এআইইউডিএফ-প্রধন সাংসদ বদরউদ্দিন আজমলের। আজ এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বদরউদ্দিন অভিযোগ তুলেন, বিমুদ্রায়নের গোটা দেশ অচল হয়ে পডেছে। অচলাবস্থা কাটাতে সম্পূর্ণরূপে ব্যৰ্থ হয়েছে মোদী সরকার। দেশে তিনি একনায়কত্বতন্ত্র চালিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন এআইইউডিএফউ সাংসদ।
সাংসদের বক্তব্য, দেশের অৰ্থনীতি একনায়ত্বে চলতে পারে না। তাছাড়া তিনি কালো টাকার মালিক একাংশ বিজেপি নেতাকেও তদন্তের আওতায় আনতে দাবি তুলেছেন। বদউদ্দিনের আরও অভিযোগ, বিজেপি নেতাদের সঙ্গে গোপন সমঝোতা ন-থাকলে কোনও ব্যাংকের অফিসার বা কর্মচারীর কেলেংকারির সঙ্গে জড়িত হতে পারেন না। রাজ্য উচ্ছেদ অভিযান সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদটি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য মুসলমান। ধরে ধরে মুসলমান বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়ে কীসের বার্তা দেওয়া হচ্ছে, পালটা প্রশ্ন এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *