নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ দলের নেতৃত্বদের প্রতি অনাস্থা জাহির করে সাঙ্গপাঙ্গদের নিয়ে নতুন দল গঠন করলেন তৃণমূলের এক যুব নেতা৷ তাঁর নাম প্রদীপ চক্রবর্তী৷ ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব তখন থেকেই প্রদীপবাবু এই দলের সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচিচ্ছেলেন৷ তাঁর আশা ছিল দলের একদিন সুসময় আসবে৷ সাইনবোর্ড সর্বস্ব দলের পাশে থেকে শেষ পর্যন্ত মিলল ধিক্কার, অবহেলা৷ তাই রাগে অভিমানে নিজেই তাঁর অনুগতদের নিয়ে নতুন দলের জন্ম দিয়ে দিলেন৷
রাজ্যে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল৷ নতুন ঐ রাজনৈতিক দলটির নাম পিপলস কংগ্রেস৷ আজ আগরতলায় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নতুন ঐ রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়৷ নবগঠিত ঐ রাজনৈতিক দলের সভাপতি পদে মনোনিত হয়েছে প্রদীপ চক্রবর্তী৷ ১৬ সদস্যক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে৷ নতুন দলের ঘোষণা করে দলের সভাপতি বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি দুর্নীতিগ্রস্ত৷ তারা সৎকর্মীদের মর্যাদা দেয় না৷ ঐসব রাজনৈতিক দলগুলি নোংরা রাজনীতি করে চলেছে৷ সেই কারণেই পিপলস কংগ্রেস নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বলে জানান দলের সভাপতি প্রদীপ চক্রবর্তী৷
2017-01-02