পুণে, ৩০ ডিসেম্বর (হি.স.): বেকারিতে ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল ৬ জন কর্মীর| শুক্রবার ভোররাতে পুণের কোন্দওয়া খুর্দ এলাকায় অবস্থিত একটি বেকারিতে আগুন লাগে| বহুতল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত `বেকস অ্যান্ড কেকস’ নামের ওই বেকারিটি| ভোররাতে আগুন লাগার সময় বেকারির ভিতরে ঘুমিয়েছিলেন কয়েকজন কর্মী| ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হয়েছে ৬ জন কর্মীর| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|
দমকল কর্মীরা জানিয়েছেন, শুক্রবার ভোররাতে পুণের কোন্দওয়া খুর্দ এলাকায় অবস্থিত `বেকস অ্যান্ড কেকস’ নামের ওই বেকারিতে আগুন লাগে| সেই সময় কারখানার ভিতরে ঘুমিয়েছিলেন কয়েকজন কর্মী| দমকল পেঁ ছনোর আগেই আগুনে পুড়ে ৬ জন কর্মীর মৃতু্য হয়েছে| আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়| জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও|