BRAKING NEWS

সেন্ট্রাল নিউজিল্যান্ডে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৫

ওয়েলিংটন, ২৯ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল নিউজিল্যান্ড| কম্পন অনুভূত হয়েছে রাজধানী ওয়েলিংটনেও| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি ৱা হতাহতের কোনও খৱর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৱৃহস্পতিৱার, ৩.৩৪ পি.এম নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় সেন্ট্রাল নিউজিল্যান্ডে| কম্পনের টের পাওয়া গিয়েছে ওয়েলিংটনেও| ভূমিকম্পের উত্সস্থল ছিল সেডোন থেকে ৩৫ কিলোমিটার পূর্ৱে কুক প্রণালীতে| ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে|
৫.৫ ভূকম্পনের কিছুক্ষণ পরেই ৪.৭ তীব্রতার আফটার শক অনুভূত হয়| ৭ হাজারেরও ৱেশি মানুষ কম্পনের টের পেয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *