নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ মায়ের চিকিত্সায় সাহায্য পেয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানালেন টরেন্টোবাসী প্রবাসী ভারতীয়| সম্প্রতি অরুণ জনার্থনন নামে জনৈক এক ব্যক্তি বিদেশমন্ত্রীকে টুইট করে জানান, তাঁর মায়ের স্ট্রোক হয়েছে| তাঁকে সাহায্য করার মতো কেউ নেই| আবার ভারতীয় বংশোদ্ভূতদের যে কার্ড দেওয়া হয়, সেটা পেতেও নাকি তাঁর সমস্যা হচ্ছে| টুইটটি পাওয়ার পর পাল্টা টুইটে তাঁকে সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রী | সুষমা স্বরাজের টুইেটর কয়েকঘণ্টার মধ্যেই বিদেশমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সেখানকার ভারতীয় দূতাবাসের সাহায্য পান তিনি| সাহায্য পেয়ে অভিভূত অরুণ জনার্থনন বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানান|-