BRAKING NEWS

দ্বিগুণ ক্ষতিপূরণ, এবার থেকে রেল দুর্ঘটনায় মৃতু্য বা অঙ্গহানিতে মিলবে আট লাখ টাকা

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : দ্বিগুণ হচ্ছে রেল দুর্ঘটনার ক্ষতিপূরণ | মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়, এবার থেকে রেল দুর্ঘটনায় মৃতু্য বা অঙ্গহানির ক্ষেত্রে চার লাখের জায়গায় আট লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যাবে| এজন্য সরকার ১৯৮৯-এর রেলওয়ে আইনের আওতায় বিধি সংশোধন করেছে| জানুয়ারি থেকেই চালু হতে চলেছে নয়া বিজ্ঞপ্তি|
রেল দুর্ঘটনা ও অবাঞ্ছিত ঘটনা (ক্ষতিপূরণ) সংশোধনী আইন, ২০১৬ অনুযায়ী, অঙ্গহানি ছাড়াও, দুর্ঘটনার পরে যদি কোনও ব্যক্তি দৃষ্টিশক্তি বা কথা বলার ক্ষমতা হারান, তাহলে তিনিও এই সাহায্যের আওতায় পড়বেন| সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্তের পরই মিলবে আর্থিক সাহায্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *