BRAKING NEWS

মাদার হাউসে নাশকতার ছক কষেছিল আইএস, মুসার চার্জশিটে জানাল এনআইএ

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) :  মাদার হাউসে নাশকতার ছক কষেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কলকাতা থেকে ধৃত আইএস চর মহম্মদ মুসার বিরুদ্ধে চার্জশিটে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। এনআইএ-র চার্জশিটে বলা হয়েছে, কলকাতার মাদার হাউসে নিত্য যাতায়াত মার্কিন, ব্রিটিশ ও রুশ পর্যটকদের। সিরিয়ায় তাদের চালানো বিমান হানার প্রতিশোধ নিতেই মাদার হাউসকেই নিশানা করেছিল মুসা। এ ব্যাপারে আই এস চর ও ঢাকা হামলার মূল চক্রী আবু সুলেমান, ভারতের মুজাহিদিন জঙ্গি সফি ওমর এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামাত এ মুজাহিদিন’-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। ফোন এবং টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কথাবার্তা চলত। জুলাই মাসে ঢাকার গুলশন হামলার সঙ্গে যোগ থাকার সন্দেহে গত ৪ জুলাই বর্ধমান স্টেশন থেকে ২৫ বছর বয়সী মুসাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। গ্রেফতারির সময় তার কাছ থেকে একটি ছুরি ও ক্যামেরা উদ্ধার হয়। হামলাকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে এক ব্যবসায়ীকে খুন করে সেই ভিডিও আই এস চাঁইদের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্য ছিল তার। তবে মুসা হাতে এলেও, ঢাকা হামলার মূল চক্রী এবং আই এস চর আবু সুলেমান এখনও ফেরার।গ্রেফতারের পর মুসাকে নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মুসাকে জিজ্ঞাসাবাদ করতে সল্টলেকে এনআইএ এর দপ্তরে আসে বাংলাদেশের গোয়েন্দারা। বাংলাদেশে বিভিন্ন হামলার কথা মুসা জানত বলে জানা গেছে। চলতি মাসেই মুসাকে ২ দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআইI (ফেডারেল ব্যুরো ইনভেসটিগেশন)। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদা চামড়ার মানুষের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহা ছিল মুসার। বীরভূমের লাভপুরের বাসিন্দা মুসাকে বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *