আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : বড়দিনের আমেজে মজেছে শহর আগরতলা। শরের প্রতিটি বেকারী এবং উপহারের দোকান
গুলিতে এখন প্রচুর ভিড়। দোকানীরাও এক্স-মাস ট্রি সান্টাক্লজ দিয়ে তাদের দোকান সাজিয়েছেন। বেকারী গুলিও গ্রাহক দের পছন্দ মত কেক পেস্ট্রি তৈরি করে দিছেন।
৫০ টাকা থেকে ৩৫ হাজার টাকা দামের কেক পাওয়া যাছে তাদের এখানে। ক্রেতারাও তাদের মনের মত কেকটি বেছে নিচ্ছেন। বিশেষ করে যুবক যুবতীরা বড় দিনকে নিয়ে বেশি উৎসাহী। তাই দোকানীরাও তাদের কথা মাথায় রেখে পশরা সাজিয়ে বসেছেন।
এদিকে শহরের বিভিন্ন চার্চ গুলিও বাহারি আলোর রশনাইয়ে সেজে উঠেছে। বিশেষ করে মরিয়ম নগরের চার্চে প্রস্তুতি প্রায় শেষ। প্রতি বছর এই চার্চে লাখো মানুষের ভিড় হয়। আয়োজকদের কথায় এবছর ২৪ এবং ২৫ তারিখ মরিয়ম নগরের চার্চে অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি মানুষ আসবেন। সব মিলিয়ে বড় দিনকে সামনে রেখে আলোক ঝলমলে করে সেজে উঠেছে শহর।