আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : আগামী বছরের শুরুতেই ত্রিপুরায় বন্ধ হচ্ছে প্লাস্টিক ক্যারি-ব্যাগের ব্যবহার। ২০১৭ সালের পয়লা জানুয়ারি থেকে আর কেউ ব্যবহার করতে পারবেন না প্লাস্টিক ক্যারি-ব্যাগ। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।
সমগ্র রাজ্যে ১ জানুয়ারি থেকে যে কোন মাপের প্লাস্টিক ক্যারি-ব্যাগ তৈরি, আমদানি, মজুত, পরিবহন, বিক্রি এবং ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অবমাননা করলে স্থায়ী ব্যবসায়ী বা দোকানদারদের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত এবং অস্থায়ী ব্যবসায়ী বা দোকানদারদের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকা জরিমানা করা হবে।তাছাড়া শাস্তি প্রদানের কথাও বলা হয়েছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষে জানানো হয়েছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ বিরুদ্ধে এই অভিযান নিয়মিত জারী থাকবে। এই অভিযানকে সফল করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ বর্জন করার আহ্বান করা হয়েছে।