ইম্ফল, ২৩ ডিসেম্বর (হি.স.): সড়ক অবরোধের কারণে কার্যত বিপন্ন মণিপুরের অর্থনীতি| এই পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কট দূর করতে সচেষ্ট হল কেন্দ্রীয় সরকার| শুক্রবার মণিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোবির সঙ্গে দেখা করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আর্জি জানান, ‘মণিপুর সরকার যত তাড়াতাড়ি সম্ভব অবরোধের অবসান ঘটাক| এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে যাবতীয় সাহায্য করা হবে|’ এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোবি এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু|
উল্লেখ্য, মণিপুরে ৭টি নতুন জেলা তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ১ নভেম্বর থেকে ২ নম্বর জাতীয় সড়কে অবরোধ করছে সংযুক্ত নাগা কাউন্সিল| তার জেরে গোটা মণিপুর রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে| বিপন্ন হয়ে পড়েছে রাজ্যের অর্থনীতিও|