বেতন এবার থেকে নগদে নয়, অর্ডিন্যান্সে ছাড় কেন্দ্রীয় মন্ত্রীসভার

rupeeনয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এবার থেকে চেকে মেটাতে হবে| অথবা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে| বেতন আইন সংশোধনীর জন্য অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্রীয় সরকার| বুধবার তাতেই ছাড় দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা| তবে, রাজ্য সরকারের কর্মীদের নগদেও বেতন দেওয়া যাবে| সংসদে আগামী ৬ মাসের মধ্যে এই অর্ডিন্যান্স পাশ করাতে হবে| কারণ অর্ডিন্যান্স ৬ মাসের জন্য বৈধ থাকে|
লোকসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে গত ১৫ ডিসেম্বর| এই বিল আগামী বাজেট অধিবেশনে পাস করানো হতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *