BRAKING NEWS

দেশের ১৫ লক্ষ পরিবারকে প্রতিদিন এক হাজার টাকা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

pm-narendra-modiকানপুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : দেশের ১৫ লক্ষ পরিবারকে প্রতিদিন এক হাজার টাকা দেবে সরকার| নোট বাতিলে কালো টাকা থেকে আদায় হওয়া টাকা তুলে দেওয়া হবে গরীবদের হাতে| আর এই প্রক্রিয়া চলবে ১০০ দিন ধরে| উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে গিয়ে দেশবাসীকে এই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে এই প্রকল্প শুরু হবে| পাশাপাশি এদিনের সভা থেকে বিরোধীদের ফের তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, আমরা কালো টাকা বন্ধের জন্য লড়াই করছি| ওরা(বিরোধীরা) সংসদ বন্ধের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে|
একসময় পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস| দীর্ঘ ৩৪ বছরের বাম সাম্রাজ্যের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন সেই একই স্লোগান তুলে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের সব মানুষরাই পরিবর্তন নিয়ে আসবে| কালো টাকা বিরুদ্ধে সকল দেশবাসীকে আরও এক হওয়ার আহ্বানও জানান তিনি|
সর্বদলীয় বৈঠকে সকল দলের কাছে সততার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে বলে কানপুরের সভায় দাবি করেন তিনি| প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, সর্বদলীয় বৈঠকে সকল দলের কাছে জানানো হয়েছে, দেশ সততার সঙ্গে এগোচ্ছে চাইছে সবাই মিলে একসঙ্গে এই কাজে সামিল হন| নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যে অর্থ সংগ্রহ করে, সেই প্রক্রিয়া নিয়েও এদিনের সভায় সরব হন প্রধানমন্ত্রী| হিন্দুস্থান সমাচার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *