সুরাট স্টেশনে ধৃত পাকিস্তানি নাগরিক, পুরানো পাঁচশো নোটে উদ্ধার ৫০ হাজার জাল টাকা

14523ff096df16008f83312da373-grandeসুরাট, ১৫ ডিসেম্বর (হি.স.) : সুরাট থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল পুলিশ| তার কাছ থেকে উদ্ধার হয়েছে পুরানো পাঁচশো জালনোটে ৫০ হাজার টাকা| ধৃতের নাম ৱুরহানুদ্দিন সাজ্জাদ| পুলিশি জেরায় সে জানিয়েছে, পাকিস্তান থেকে এই নোটগুলি নিয়ে ভারতে আসছিল| তবে ভারতে ঢোকার জন্য বৈধ ভিসা ছিল বলে জানা গিয়েছে| বৃহস্পতিবার সকালে সুরাট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে| এদিন রেলওয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়লে সে নিজেকে মুম্বইয়ে বাসিন্দা বলে দাবি করেন| পরে রেল পুলিশের প্রাথমিক জেরার পর আসল কথা কৱুল করে| পুলিশ তার কাছ থেকে পাকিস্তানি পাসপোর্টও উদ্ধার করে|
বরোদার পুলিশ সুপার জানিয়েছেন, ৱুরহানুদ্দিনের পাসপোর্ট দেখে স্পষ্ট ও পাকিস্তানি নাগরিক| বৈধ ভিসা নিয়ে ১২ ডিসেম্বর পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে| এরপর ট্রেনে মুম্বই আসে| এদিন সকালে সুরাট স্টেশনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আরপিএফ জওয়ানরা প্রথমে আটক করে| তল্লাশিতে উদ্ধার হয় জালনোট| রেল পুলিশ তাকে গ্রেফতার করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *