BRAKING NEWS

চপার দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে নিশানা করে সংসদ উত্তাল

ParliamentofIndiaনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোটকাণ্ডের পাশাপাশি বৃহস্পতিবার অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেনার দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে নিশানা করে সংসদ উত্তাল করলেন শাসক বিজেপির সাংসদরা| এদিনও বিরোধীরা নোটকাণ্ডে হৈ চৈ বাধিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ| লোকসভায় নোট বাতিল ইসু্যতে বিরোধীদের তোপের মুখে সরকার| অন্যদিকে, অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেনার দুর্নীতির অভিযোগ ঘিরে কংগ্রেসকে নিশানা করেন শাসক বিজেপি দলের সাংসদরা| সরকার বিরোধী চাপানউতোরের জেরে বারেবারেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন| এদিন দুই প্রাক্তন সদস্যের মৃতু্যতে শ্রদ্ধা নিবেদনের পরই সরকার ও বিরোধী-উভয় পক্ষের সদস্যরাই স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করেন| কংগ্রেস, তৃণমূল ও বামসহ বিরোধী সাংসদরা নোট বাতিল ইসু্যতে আলোচনার দাবি জানান| এর পাল্টা হিসেবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা অগুস্তা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন| তাঁরা সংবাদপত্রের কাটিং তুলে ধরে স্লোগান দিতে থাকেন| সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তত্কালীন ইউপিএ জমানায় এই চপার কেনাবেচার ক্ষেত্রে বেশ কয়েকজন ঘুষ নিয়েছিলেন|
লোকসভার অধ্যক্ষ খবরের কাগজ নিয়ে বিক্ষোভ দেখাতে বারণ করলেও কেউ কর্ণপাত করেননি| হৈ হট্টগোলের জেরে প্রথমে বারোটা পর‌্যন্ত পরদিনের মত সভা মুলতুবি করেন অধ্যক্ষ| এরইমধ্যেই বিরোধীরাও নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে স্লোগান দিতে থাকেন|
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে নোট বাতিল ইসু্যতে সরকার ও বিরোধী চাপানউতোরের জেরে কার‌্যত লোকসভা অচল হয়েই রয়েছে|
একইভাবে নোট বাতিল ইসু্যতে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যসভাতেও| রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ নোটকাণ্ডের জেরে কৃষকদের ঋণ মকুবের দাবি জানান| এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা| তুমুল হৈ-হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়| কংগ্রেসকে পাল্টা চাপে রাখতে অগুস্তা-ওয়েস্টল্যান্ড কপ্টারকাণ্ডে দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা চায় বিজেপি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *