নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বুধবার সকালে সোনামুড়ার ওমরাই এলাকায় একটি চাল বোঝাই গাড়ি আটক করেছেন স্থানীয় লোকজনরা৷ ওমরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের চাল সুকল থেকে ঐ গাড়িতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তখনই স্থানীয় লোকজনরা গাড়িটি আটক করেন৷ গাড়ির চালক এবং অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে সোনামুড়া সুকলের শিক্ষক দীপেন্দ্র সূত্রধর এবং গাড়ির চালককে আটক করে গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়৷ পরবর্তীকালে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ গাড়িটিও নিয়ে আসে৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়৷ ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সোনামুড়া থানায় ডেপুটেশান প্রদান করে৷ এই ঘটনার সুষ্ঠ তদন্ত্রে দাবি জানানো হয়৷ মিড ডে মিলের চাল চুরির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে মিড ডে মিলের চাল নানা কায়দায় চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷