ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার স্বামী পরিত্যাক্তার

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আত্মহত্যা করল স্বামী পরিত্যাক্তা মহিলা৷ তার নাম জসুরুন রিয়াং৷ বাড়ি গন্ডাছড়ার নাইরোহা চৌধুরী পাড়া৷ শুক্রবার সন্ধ্যা নাগাদ ফাঁসিতে আত্মহত্যা করে ঐ মহিলা৷ বোনের বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই এই আত্মহত্যার ঘটনা৷ জানা যায় স্বামী পরিত্যাক্তা ঐ মহিলা এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে৷ সে ক্ষেত্রে মৃত্যু হয়নি তার৷ এযাত্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ঐ মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *