BRAKING NEWS

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে যন্তমন্তরে ধরনা প্রফুল্ল মহন্তের

prafulla-kumar-mahanta_0_0_0নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : ‘ঐতিহাসিক অসম চুক্তি’ লঙ্ঘন করে ১৯৭১ সালের পর আগত ‘অবৈধ হিন্দু বাংলাদেশিদের’ বোঝা অসমের ঘাড়ে চাপিয়ে দিতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আজ শনিবার দিল্লির যন্তরমন্তরে ধরনা কর্মসূচি পালন করেছে ‘অসম আন্দোলন সংগ্রামী মঞ্চ’।
এই মঞ্চের উপদেষ্টা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অসম সরকারের শরিক অগপ বিধায়ক প্রফুল্লকুমার মহন্ত তাঁর দলবলকে সঙ্গে নিয়ে ধরনা কর্মসূচির পর উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে দেখা করে তাঁর হাতে এই বিলের বিপক্ষে এক স্মারকপত্র তুলে দিয়েছেন। তাছাড়া কী করে রাজ্যের ভূমিপুত্র তথা স্থানীয় জনসাধারণের পরিচয় এবং প্রভুত্ব নাশ করতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে উপ-রাষ্ট্রপতিকে তিনি ব্যাখ্যা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী। ‘সংশোধিত এই আইন অসমের সার্বিক ক্ষতিসাধন করবে’ তা স্পষ্ট করে জানিয়ে হিন্দু বাংলাদেশিদের অসমে সংস্থাপিত না করার দাবিও জানান প্রফুল্লকুমার মহন্ত।
আজকের ধরনা কর্মসূচিতে মঞ্চের হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন অগপ সাংসদ কুমার দীপক দাস সহ বেশ কয়েকজন নেতা ও সামাজিক কর্মী।
এখানে উল্লেখ করা যেতে পারে, আজকের এই ধরনা কর্মসূচিতে প্রফুল্ল মহন্তের যোগদানকে একেবারে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন তাঁর দলের সভাপতি অতুল বরা। অতুল বরার অগপ অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম শরিক দল। দলের বিরুদ্ধে প্রফুল্লকুমার মহন্তের স্থিতিতে অসন্তোষ ব্যক্ত করেছে বিজেপিও।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *