BRAKING NEWS

রাজস্থানে মাটি খুঁড়তেই বেরোচ্ছে স্বর্ণমুদ্রা, তদন্তের নির্দেশ প্রশাসনের

gold-coinজয়পুর, ৮ ডিসেম্বর (হি.স.): মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে প্রাচীন আমলের স্বর্ণমুদ্রা| হ্ঁযা, ঠিকই পড়ছেন| এখন এইরকমই অবস্থা রাজস্থানের টঙ্ক জেলার জানকীপুরা গ্রামে| সেখানে মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে প্রাচীন আমলের সোনার মুদ্রা| প্রশাসন জানিয়েছে, জানকীপুরা গ্রাম থেকে পাওয়া যাচ্ছে প্রাচীন আমলের সোনার মুদ্রা| শুধু জানকীপুরাই নয়, সোনার খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ ভিড় করছেন এখানে|
এই খবরের সত্যতা স্বীকার করে টঙ্ক জেলার এসএইচও প্রীতি জৈন তদন্তের নির্দেশ দিয়েছেন| খবর দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছেও| মাটির তলা থেকে বেরিয়ে আসা স্বর্ণমুদ্রা গুলি বাজেয়াপ্ত করেছে সরকার| অনুমান করা হচ্ছে, স্বর্ণমুদ্রাগুলি সম্রাট সমুদ্রগুপ্তের আমলের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *