মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগব্যায়ামকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চান | তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে ভারতে শুরু হতে চলেছে যোগাসন নিয়ে লিগ | এটাও ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেনিস, কবাডি, রেস্টলিংয়ের মতোই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে হবে |
এখানে বলিউডের গানের সঙ্গে মিশবে যোগের কসরত | আসনগুলি একেবারে গানের সঙ্গে কোরিওগ্রাফি করেই পারফর্ম করবেন প্রতিযোগীরা | দুটি স্পোর্টস মার্কেটিং ফার্ম একত্রে এই প্রজেক্ট হাতে নিয়েছে | যোগা ফেডরশন অফ ইন্ডিয়া ও এশিয়ান যোগা ফেডারেশনের থেকে সত্ত্ব কিনেছে | আগামী বছরের শুরুর দিকেই এই লিগ ভারতে শুরু করা হবে বলে মনে করা হচ্ছে |