ভোপাল, ৫ ডিসেম্বর (হি.স.) : ফের নাম মাত্র খরচে বিয়ে করে সংবাদ শিরোনামে নবদম্পতি| এবারের ঘটনা মধ্যপ্রদেশের | মধ্যপ্রদেশের রতলমে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়ার বদলে অতিথি অভ্যাগতরা স্রেফ চা খেয়েই বিয়েবাড়ির ভোজ সারলেন| মাত্র হাজার টাকা খরচের বিয়েতে উপস্থিত হয়ে স্রেফ চা খেলেই খুশি মনে নবদম্পতিকে আর্শিবাদ করলেনউপস্থিত প্রায় ৮০০ অতিথি| ১০০০ টাকায় বিয়ে করতে পেরে খুশি নবদম্পতিও|
চব্য-চোষ্য-লেহ্য-পেয়| ভেজ বা ননভেজ| বিয়েবাড়ি হবে আর কবজি ডুবিয়ে খাওয়া হবে না তা কি হয়| যার যেমন সামর্থ্য, বিয়েবাড়িতে সাধ্যমতো অতিথি আপ্যায়ন করার চেষ্টা করে সকলেই| কিন্তু, পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের পর কোথাও কোথাও ভোজবাজির মতো উবে গেছে বিয়েবাড়ির ভূরিভোজ|
মধ্যপ্রদেরে রতলমের পাত্র কপিল রাঠোর| পাত্রী অন্তিমবালা| প্ল্যান ছিল অন্য সবার মতো ধুমধাম করেই বিয়েটা সারবেন| সেইমতো প্রস্তুতি নেওয়াও চলছিল| কিন্তু, নোট বাতিলের পর নিয়মের চাপে ব্যাঙ্ক থেকে বিয়ের প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি| অগত্যা প্ল্যানে কাটছাঁট| শনিবার রতলমের একটি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আইন মেনে বিয়ে করেন দুজন| রবিবার হয় আনুষ্ঠানিক বিয়ে|
সাদামাটাভাবেই বিয়েটা সারেন তাঁরা|
এন শর্মা নামে এক অতিথি বলেন, বিয়েবাড়ির খাওয়াদাওয়ার জন্য জাঁকজমক করা যায়নি| শুধু চায়ের ব্যবস্থা করা হয়েছিল| বিয়েবাড়িতে এসেছিলেন প্রায় ৮০০জন| চা খাওয়াতে খরচ পড়েছে ১০০০ টাকার কিছু বেশি| তবে বিয়েবাড়ির কম খরচে দুঃখ পাওয়া দূর অস্ত, বরং খুশিই হয়েছেন পাত্র-পাত্রী| তাঁরা বলেন, এত কম খরচেও যে নতুন জীবনে পা রাখা যায়, নোট বাতিল না হলে তা ৱুঝতে পারা যেত না| অতিথি অভ্যাগতরাও চা খেয়ে হাসিমুখে আশীর্বাদ করেন নবদম্পতিকে|-