BRAKING NEWS

পাকিস্তানকে ভারতের নয় ‘আফগানিস্তানের প্রতিবেশী’ বলে খোঁচা দিলেন জেটলি

jetleyঅমৃতসর, ৪ ডিসেম্বর (হি.স) : সুযোগ পেলে পাকিস্তানকে ছেড়ে কথা বলতে রাজি নয় ভারত । সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোন বা আর কোনও মন্ত্রী সুযোগ থাকলেই খোঁচা দেবেন পাকিস্তানকে।যেমন ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে পাকিস্তানকে খোঁচা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি পাকিস্তানকে ভারতের নয় ‘আফগানিস্তানের প্রতিবেশী’ বললেন। রবিবার অমৃতসেরর ষষ্ঠ ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশীর উচিত সন্ত্রাসবাদীরা যেন নিরাপদ স্বর্গ না পায়।
কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জায়গায় এই সম্মেলনে যোগ দেওয়া অরুণ জেটলি বলেন, ‘তালিবান, লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদ–এরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন। এদের বিরুদ্ধে সে ভাবেই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি বলেন সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ই হল সন্ত্রাসবাদ মোকাবিলা।
‘হার্ট অব এশিয়া’ ঘোষণাপত্রেও সন্ত্রাসবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘সমস্ত ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা চাইছি আমরা। সন্ত্রাসবাদীরা যাতে আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতা না পায় তা দেখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *