BRAKING NEWS

হাসপাতালের পরিষেবা শিকেয়, রাস্তা স্তব্ধ করে প্রতিবাদ তৃণমূলের

Healthনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ নভেম্বর৷৷ টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে পরিকাঠামো উন্নত করা, পানীয় জলের ব্যবস্থা করা, চিকিৎসকদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে পালন করা, বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু রোধ করা সহ বিভিন্ন দাবীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্বঘোষিত সূচী অনুযায়ী বুধবার টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে৷ প্রায় পৌণে তিনঘন্টা চলে এই অবরোধ৷
সংবাদে প্রকাশ, এদিন দুপুর ১১টার কিছু আগে তৃণমূল বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে শত শত দলীয় কর্মী সমর্থকরা একটি মিছিল করেন৷ মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের সামনে যায়৷ সেখানে মঞ্চ তৈরী করা হয়েছিল৷ সেখানে পথ অবরোধ আন্দোলন শুরু হয় সকাল এগারটা থেকে৷ অবরোধস্থলে বক্তব্য রাখেন বিধায়ক প্রণজিৎ সিংহ রায়৷ তিনি অভিযোগ করেন এই হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো পর্যাপ্ত নেই৷ চিকিৎসাকরা দায়সারা ভাবে কর্তব্য পালন করছেন৷ হাসপাতালে রোগীদের পরিষেবা না দিয়ে প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন৷ ডাক্তারবাবুরা জেনেরিক মেডিসিন ব্যবস্থাপত্রে না লিখে বিভিন্ন সংস্থার সাথে যোগসাজশে তাদের সংস্থার ওষুধ লিখছেন৷ এইসব বন্ধ করতে হবে৷ এই দাবী নিয়ে সেখানে বক্তব্য রাখেন তৃণমূলের অন্যান্য নেতারা৷
প্রায় পৌণে তিনঘন্টা যাবৎ চলে অবরোাধ আন্দোলন৷ পরে সেখানে পৌঁছেন জেলার পুলিশ সুপার সরস্বতি আর, অতিরিক্ত জেলা শাসক অনিমেশ দাস, এসডিএম সুভাশিষ বন্দ্যোপাধ্যায়, গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শিবপদ চক্রবর্তী৷ প্রশাসনের আধিকারীকরা বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বলেন এবং অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানান৷ এডিএম অনিমেশ দাস মেডিকেল সুপারকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যেসব অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেগুলি অবিলম্বে দূর করতে৷ তাছাড়া অতিরিক্ত জেলা শাসক আশ্বাস দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে সমস্ত দাবী দাওয়া পূরণ করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *