BRAKING NEWS

দ্বিতীয় টেস্টেগম্ভীরের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে এলেন রাহুল

lokesh-rahulবিশাখাপত্তনম, ১৭ নভেম্বর (হি.স.) : পরিকল্পনা অনুযায়ী গৌতম গম্ভীরের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে এলেন লোকেশ রাহুল | বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করতে নামলেন চোট সারিয়ে জাতীয় দলে ডাক পাওয়া রাহুল | বিশাখাপত্তনমে রাহুল যে প্রথম একাদশে থাকছেন গতকালই তা প্রায় নিশ্চিত করে দিয়ে ছিলেন কোচ অনিল কুম্বলে | ৱুধবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ বলেন, খেলবে বলেই তো ওকে (রাহুল) ডাকা হয়েছে| তিনি আরও বলেন, প্রথম একাদশে রাহুলকে প্রয়োজন| তাই ওকে দলে নেওয়া হয়েছে|
আজ থেকে ভাইজ়্যাগে শুরু দ্বিতীয় টেস্ট| এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি| সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল| স্বীকার করলেন কোহলি| বললেন, ভাইজ়্যাগের উইকেটও সুবিধার নয়| এখানে ব্যাটসম্যানরা সমস্যায় পড়বেন| স্কোরবোর্ডে আমাদের ভালো রান তুলতে হবে| আজ ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়| গম্ভীরের পরিবর্তে ওপেন করলেন লোকেশ রাহুল| আর এই টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন দিল্লির ছেলে জয়ন্ত যাদব| অর্থাত্ দ্বিতীয় টেস্টে ভারত দুই পেসার ও তিন স্পিনার স্ট্র‌্যাটেজি নিয়ে খেলছে|
এদিকে ইংল্যান্ড শিবিরে সুখবর| এই ম্যাচে ফিরলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন| ক্রিস ওয়েকসের পরিবর্তে টিমে এলেন তিনি| আর কোনও পরিবর্তন হয়নি ইংল্যান্ড টিমে| ভারতের মতোই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে ইংল্যান্ড| মইন আলি, জ়াফর আনসারি ও আদিল রশিদের উপরে আজ ভরসা করতে হবে কুককে|
প্রসঙ্গত, কানপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পান রাহুল| তারপরেই বাদ পড়েন| তার জায়গায় দলে আছেন শিখর ধাওয়ান| ধাওয়ানও ইডেন টেস্টে চোট পেয়ে বাদ পড়েন| তখন খেলানো হয় গম্ভীরকে| ইংল্যান্ড টেস্টে ওপেনিং স্লটে গম্ভীর ছাড়া কোনও বিকল্প ছিল না টিম ইন্ডিয়ার| তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে ব্যার্থ হন গম্ভীর | অন্য দিকে রনজিতে কর্নাটকের হয়ে ঝকঝকে ইনিংস উপহার দেন রাহুল| যার ফলে মঙ্গলবারই তাঁকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়| আজ লোকেশ রাহুল দলের প্রথম একাদশে ঢোকায় বাদ পড়লেন গৌতম গম্ভরী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *