BRAKING NEWS

কমল টাকা বদলের উর্ধ্বসীমা, বিয়ের জন্য তোলা যাবে আড়াই লক্ষ টাকা

new-currencyনয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): টাকা বদলানোর সর্বোচ্চ পরিমাণ ২ হাজার টাকা করে দিল কেন্দ্রীয় সরকার| নয়া নিয়ম কার‌্যকর হবে ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে| বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিষয়ে আরও কয়েকটি নয়া নির্দেশিকা জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস| কৃষক ও সন্তানের বিবাহের জন্য আর্থিক অসুবিধায় পড়া মানুষদের কথা ভেবে টাকা তোলার পরিমাণ বেশ খানিকটা বাড়াল কেন্দ্র| অর্থসচিব বলেছেন, ‘বীজ, সার কেনার জন্য কৃষকরা এক সপ্তাহে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর‌্যন্ত তুলতে পারবেন| এছাড়া বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা পর‌্যন্ত তোলা যাবে| তবে এই টাকাটি যে কোনও একজনের অ্যাকাউন্ট থেকেই তোলা যাবে| সেক্ষেত্রে কেওয়াইসি জমা দিতে হবে| তা খতিয়ে দেখে তবেই আড়াই লক্ষ টাকা তোলা যাবে|’
নয়া নির্দেশিকায় কেন্দ্রীয় অর্থসচিব আরও বলেছেন, টাকা বদলের উর্ধ্বসীমা কমিয়ে জনপ্রতি ২ হাজার টাকা করা হয়েছে| সাড়ে ৪ হাজার টাকা আর বদল করা যাবে না| একজন ব্যক্তি একবারই টাকা বদল করতে পারবেন| ১৮ নভেম্বর থেকে চালু হবে নয়া নির্দেশিকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *