শিলং (মেঘালয়), ১৫ নভেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্যগুলি| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.০| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| রিজিওনাল সিসমোলজিকাল সেন্টার-এর এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বের রাজ্যগুলিতে|
ভূমিকম্পের উত্সস্থল ছিল বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসমের করিমগঞ্জ জেলায়| সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক জাগিয়ে মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্বের রাজ্যগুলি|
2016-11-15