BRAKING NEWS

ভোগান্তি দূর করতে কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দেশবাসীর ভোগান্তি দূর করতে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে, হলফনামা জমা দিয়ে তা জানাতে হবে সুপ্রিম কোর্টকে| গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন| এর পরেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়| মঙ্গলবার সেই আবেদনগুলি একত্রিত করে শোনে সুপ্রিম কোর্ট| আবেদনকারীদের পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়, নোট বাতিলের জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে| অবিলম্বে এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হোক| যদিও, মামলাকারীদের এই আবেদনে কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট| সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আদলতে বলেন, ‘এতবড় একটি সিদ্ধান্ত নেওয়ার ফলে সাধারণ মানুষের কিছু অসুবিধা তো হবেই| কিন্তু তা যথাসম্ভ কমানোর জন্য সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার|’
এর পরেই মানুষের অসুবিধা কমানোর জন্য তারা কী কী ব্যবস্থা নিচ্ছে, তা হলফনামা দিয়ে জানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত| আগামী ২৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে| ওই দিনের আগেই কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতে এই হলফনামা জমা দিতে হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *