BRAKING NEWS

ঝাড়খণ্ডে মাওবাদী দমনে প্রথমবার মহিলা কম্যান্ডোদের নামাল সিআরপিএফ

crpfরাঁচি, ১৫ নভেম্বর (হি.স.) : প্রথমবার ঝাড়খণ্ডে মাওবাদী দমনে মহিলা কম্যান্ডোদের নামাল সিআরপিএফ| সূত্রের খবরে জানা গিয়েছে, বাহিনীর ২৩২ ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির ১৩৫ জন মহিলা কম্যান্ডো রাঁচির অদূরে মাও অধু্যষিত খুন্তি অঞ্চলে অভিযান চালানো শুরু হযেছে| সিআরপিএফের ১৩৩ ব্যাটালিয়নের তদারকিতে এই কম্যান্ডোরা অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে|
ঝাড়খণ্ডে বাহিনীর আইজি সঞ্জয় লথকর জানান, গত ১৭ অক্টোবর মহিলা কম্যান্ডোদের একটি কোম্পানিকে বাহিনীতে প্রথমবার অন্তর্ভুক্ত করা হয়| তাঁদের মূল দায়িত্ব হল মাওবাদী দমন অভিযানে অংশ নেওয়া| এবার তাঁরাই এখন অভিযান শুরু করেছেন|
অন্যদিকে, ১৩৩ ব্যাটালিয়নের কমাডেন্ট নীরজ পাণ্ডে জানান, এই মহিলারা অত্যন্ত সাহসী এবং প্রথমবার তাঁরা রাঁচির আশাপাশের অঞ্চলে মাও দমন অভিযানে নেমেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *