নিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ১০ নভেম্বর৷৷ পৃথকস্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন৷ জানা গেছে, বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বিশালগড় থানাধীন গ্যাস বটলিং সংলগ্ণ এলাকায় অফিসটিলাস্থিত জাতীয় সড়কে মারুতী ও ট্রাকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৩ জন যাত্রী৷ মিলা রানী দেবনাথ (৪১), আমিয়া বেগম (৫০) এবং ভগবতী সাহা (৪৫) তারা তিনজনই জখম হন৷ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এখন হাসপাতালে তারা তিনজনই চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় টি আর ০৭-০৫৪৮ নম্বরের একটি যাত্রীবাহি মারুতী বিশালগড়ের দিক থেকে যাচ্ছিল এবং টিআর০১ইউ-১৫৬০ নম্বরের ট্রাকটি আগরতলা থেকে আসার পথে তিনজন যাত্রীর মাথা ও বুকে আঘাত পায়৷ ট্রাক চালক পালানোর চেষ্টা করলেও জনতার হাত থেকে রক্ষা পায়নি৷ ধরে ফেলে ক্ষুব্ধ জনতা৷ গাড়ি দুটি ও ট্রাক চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
এদিকে, বৃহস্পতিবার রাতে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম দীপক ঋষি দাস৷ বাড়ি আড়ালিয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ সুকটি ও অটোর মধ্যে সংঘর্ষেই সুকটি চালক দীপক ঋষি দাস গুরুতরভাবে আহত হন৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ দুর্ঘটনার খবর পেয়ে নিউক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ এবং দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে৷ আহত দীপকঋষি দাসকে উদ্ধার করে তারা জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সুকটি এবং অটোর চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
2016-11-11
