দিবালোকে আগরতলায় ছিনতাই, চাঞ্চল্য

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার দিন দুপুরে রামনগর তিন নম্বর রোডে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে দুই ছিনতাইকারী৷ গর্বের শহর সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা ক্রমশ আতঙ্ক নগরীতে পরিণত হতে চলেছে৷ রামনগর ৩নম্বর রোডে বৃহস্পতিবার দিন দুপুরে এক চাকুরীজীবীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে সুকটি নিয়ে চম্পট দিয়েছে দুই ছিনতাইকারী৷ জানা যায় কৃষ্ণনগর প্রগতিসুকল সংলগ্ণ এলাকার বাসিন্দা সরকারি চাকুরি জীবী সুমন বণিক রামনগর তিন নম্বর রোডের পাশে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল৷ হঠাৎ সুকটি নিয়ে দুই যুবক এসে হাজির হয়৷ তার কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সুকটি নিয়ে চম্পট দেয়৷ সুমন বণিক নামে ওই ব্যক্তি সুকটির নম্বরটি পুলিশকে জানিয়েছে৷ সুকটির নম্বর টি আর ০১-এক্স-৪৭৯৫৷ রামনগর আউট পোস্টের ওসি দিব্যেন্দু রায় ঘটনার তদন্ত শুরু করেছেন৷ ছিনতাই বাজের বাড়ির ঠিকানা রামনগর ১২ নম্বর রোড৷ তার বাড়িতেও খোঁজ করেছে পুলিশ৷ তাকে খঁুজে পাওয়া যায়নি৷
প্রকাশ্য দিবালোকে শহর এলাকার রামনগর তিন নম্বর রোডে ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ রাজধানী আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে৷