আমেরিকায় তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, মিডিয়াকে দূষলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট

trumpওয়াশিংটন, ১১ নভেম্বর (হি.স.) : সদ্য শেষ হয়েছে আমেরিকার প্রেসিটেন্ড নির্বাচন ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প| আর নির্বাচনে ট্রাম্প জয়ী হতেই আমেরিকার বিভিন্ন প্রান্তে তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ| এই বিক্ষোভের পেছনের সংবাদ মাধ্যমের হাত রয়েছে বলে মনে করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট| শুক্রবার সরাসারি মিডিয়াকে দায়ী করে টুইট করেন ট্রাম্প | টুইটারে ট্রাম্প বলেন, সম্প্রতি একটি সফল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো| এখন পেশাদার বিক্ষোভকারীরা মিডিয়ার মদতে বিক্ষোভ করছেন, এটা খুবই অন্যায়!
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প| বিতর্কিত ভূমিকা রাখার পরও তার জয়কে স্বাভাবিকভাবে দেখছে না জনগণের একটি অংশ|সেজন্য ক্যালিফোর্নিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়| সেই বিক্ষোভে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নয় বলেও জানিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা|
এর পেছনে মিডিয়ার হাত দেখছেন ট্রাম্প| অবশ্য মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের আঙুল এবারই প্রথম উঠলো না| নির্বাচনী প্রচার চালানোর সময়ও মিডিয়াকে গালমন্দ করেন তিনি| এমনকি মিডিয়াকে নিজের প্রতিপক্ষ বলেও উল্লেখ করেন|