BRAKING NEWS

পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেওয়া খুবই প্রয়োজন ছিল : অর্থমন্ত্রী

jetleyনয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): জাতীয় স্বার্থে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আচমকা কেন বাতিল করা হল পাঁচশো ও হাজার টাকার নোট? এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেওয়া খুবই দরকার ছিল| তবে, প্রয়োজনীয় নোট সুনিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার|’ দেশবাসীর উদ্দেশে অর্থমন্ত্রীর বার্তা, ‘সাধারণ মানুষের তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই|’
এর আগে অর্থমন্ত্রী দাবি করেছেন, সরকারের এই সিদ্ধান্তে সমান্তরাল কালো অর্থনীতিতে জোরালো ধাক্কা লাগবে| কেন্দ্রীয় সরকার মনে করছে, কর ফাঁকি দিয়ে যারা পাঁচশো ও হাজার টাকার নোট জমিয়ে রয়েছেন, তাদের এবার ব্যাঙ্কে এসে টাকা জমা দিতে হবে| বিরাট পরিমাণ অর্থ জমা দিতে গেলেই আয়কর দফতরের নজরদারিতে পড়ে যাবেন তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *